দর্শনা প্রেসক্লাবে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেক কাটলেন জেলা পরিষদের প্রশাসক মঞ্জু

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবে ভবনে অন লাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের পতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ লক্ষ্যে করা হয়েছে শোভাযাত্রা ও আলোচনা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু। প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। অন্যানের মধ্যে আলোচনা করেন, সাংবাদিক আজাদ হোসেন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, নজরুল ইসলাম, এসএম ওসমান, চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সাব্বির আলিম, ইশতিয়াক আহমেদ রয়েল, আলমগীর হোসেন প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুলের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন, বাংলা ট্রিবিউনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেদী হাসান।

 

Leave a comment