ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে চার্জশীট দায়েরের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১১টায় কেপিবসু সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কে যেতে চাইলে পোস্ট অফিসের মোড়ে পুলিশ বাধা দেয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নামে সকল মিথ্যা মামলা তুলে নেয়ার দাবি জানিয়ে বলেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তারা বলেন হামলা-মামলা করে অতীতে কোনো স্বৈরাচার ও অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি, এ সরকারও পারবে না।
বিক্ষোভ মিছিলে পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জামান মনা ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস উপস্থিত ছিলেন।