ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার ক্যাম্প পুলিশ সেলিম (৪০) ও সুবোধ মণ্ডল নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গতকাল  দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম জানান, পিরোজপুর গ্রামের রাজেন্দ্রনাথ মণ্ডলের ছেলে সুবোধ মণ্ডল ও মহিষাহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে সেলিম ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে ছিলো। গোপন সংবাদ পেয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a comment