চুয়াডাঙ্গা নলবিলার একটি পুকুর থেকে রাইফেলের ১শ পিচ গুলি উদ্ধার

বেগমপুর প্রতিনিধি: নেহালপুর ইউনিয়নের নলবিলা ইসরাফিরের পুকুরে জেলারা মাছ ধরতে গিয়ে কাঁদার মধ্য থেকে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের প্রায় ১শ পিচ ভাঙ্গাচুরা থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে। উদ্ধারকৃত গুলিগুলো হিজলগাড়ী ক্যাম্প পুলিশের কাছে হস্থান্তর করেছে জেলেরা।

গতকাল সকাল ৯টার দিকে নেহাপুর গ্রামের জেলেরা জাল দিয়ে মাছ ধরতে যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের নলবিলা বিলের মধ্যে অবস্থিত ফকির চাঁদ মণ্ডলের ছেলে ইসরাফিল বিশ্বাসের পুকুরে। এ সময় পুকুরের কাঁদার মধ্যে জেলেদের পায়ে আঘাত লাগলে তারা তা তুলে দেখতে পান রইফেলের গুলি। সেখান থেকে জেলেরা প্রায় ১শ পিচ গুলি উদ্ধার করেন। উদ্ধারকৃত গুলির গায়ে লেখা আছে পিওএফ। পুলিশ এবং স্থানীয়রা ধারনা করছেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে থ্রি নট থ্রি রাইফেলে এ ধরণের গুলি ব্যবহার করা হত। পরে উর্দ্ধারকৃত গুলিগুলো হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমানের নিকট হস্থান্তর করে জেলেরা।

 

 

Leave a comment