কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাসির আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, অন্যতম সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান লিটু, প্রচার সম্পাদক ফেরদৌস সুন্না, দফতর সম্পাদক আবু তালেব, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান হাবিবুল্লা বাহার, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি। এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত দলের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। যে প্রকৃত পক্ষে আ.লীগ করে সে কখনও দলের নির্দেশ অমান্য করে অন্য কারো পক্ষে কাজ করতে পারে না। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।