কুষ্টিয়ায় সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে ইনু

অপরাধ করলে এমপি মন্ত্রীরাও রেহায় পাবে না

কুষ্টিয়া প্রতিনিধি: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া বা সামরিক শাসকরা যখন ক্ষমতায় ছিলো তখন বিচারহীনতার সংস্কৃতি ছিলো। অপরাধ করে পার পাওয়ার একটা অপরোধ সংস্কৃতি বা বদঅভ্যাস ছিলো। বাংলাদেশে এই প্রথম ৭ বছর ধরে বিচারহীণতার সংস্কৃতি থেকে বের করে আনার জন্য যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও আগুনে পুড়িয়ে মারার বিচারগুলো হাতে নেয়া হয়েছে। যারা বিচারহীণতার সংস্কৃতির সাথে জড়িত ছিলো, যারা অপরাধের সাথে জড়িত ছিলো তারা এটা ভালোভাবে দেখছে না। স্বস্থিবোধ করছে না। সুতরাং বেগম খালেদা জিয়ার অভিযোগ সংঠিক না।

গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এমন কোনো অভিযোগ ওনি (বেগম খালেদা জিয়া) দিক, অপরাধ করে কেউ পার পেয়ে যাচ্ছে। সুতরাং অপরাধ করে কেউ পার পাচ্ছে না এবং ভবিষ্যতেও পাবে না। কি মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা, দলের নেতাকর্মী কেউ পার পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ অভিযোগ আসার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা মনে করি যে যায় বলুক না কেন যুদ্ধাপরাধীদেরও রেহায় নাই। মানুষ পুড়িয়ে মারা খুনিদেরও রেহায় নাই। আর যাদের হাতে রক্তের দাগ আছে, দেশে এবং বিদেশে তারাই কিন্তু খুনি অপরাধীদের পক্ষে উকালতি করে। এ সময় কুষ্টিয়ার জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment