স্টাফ রিপোর্টার: প্রেম আবার বয়স মানে নাকি? মানে যেমন ওদের মন! ওরা দামুড়হুদা দলিয়ারপুরের গোলাম মওলা ও একই গ্রামের নাসিমা খাতুন। উভয়ই নিজেদের সংসার সন্তান রেখে চুয়াডাঙ্গা কলনীপাড়ার আত্মীয় বাড়ি অবস্থানকালে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে। গতরাত সাড়ে ১১টার দিকে দুজনকে শান্তির বাড়ি থেকে ধরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দুজনকে কলনীপাড়া থেকে নিয়ে থানা কাস্টডিতে নেয়।
জানা গেছে, গোলাম মওলার স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে রয়েছে। নাসিমা খাতুন এক সন্তানের জননী। স্বামী ফকির মণ্ডলের ঘরেই ছিলো। গতকাল গোলাম মওলার হাত ধরে নাসিমা পাড়ি জমান চুয়াডাঙ্গা জেলা শহরে। গোলাম মওলা তার আত্মীয় কলনীর শান্তির বাড়িতে গিয়ে অবস্থান নেন। স্থানীয়দের সন্দেহ হয়। তারা ধরে পুলিশে দিয়েছে। নাসিমা বলেছে, বহুদিন ধরেই আমাদের সম্পর্ক। সবকিছু ছেড়ে ওর সাথে এসেছি। লোকজন ধরে পুলিশে দিয়েছে। গোলাম মওলা অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ বলেছে, দুজনকে ধরে স্থানীয়রা পুলিশে খবর দেয়্। পুলিশ দুজনকে থানায় নিয়েছে।