দামুড়হুদা ও হাউলী ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে দুধপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুধপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর একই মাঠে জয়রামপুর স্টেশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়রামপুর স্টেশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, আ.লীগ নেতা শাহজাহান আলী, লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসনে জাহান শ্যামলী, প্রধান শিক্ষিকা জেনিফার ইয়াসমিন, শিক্ষক কুতুব উদ্দীন, আকবর আলী, লিয়াকত আলী, মিজানুর রহমান, আক্তারুল ইসলাম, কাবিল উদ্দীন প্রমুখ।

এ ছাড়া দামুড়হুদা সদর ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উত্তরচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর একই মাঠে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-৪ গোলে হারিয়ে পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীনের সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a comment