দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ওরাবন্ধু সঙ্ঘের উদ্যোগে রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়ামে ওরাবন্ধু সংঘের সভাপতি এমবি ফয়সাল তানজীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী, বিএনপি নেতা আশাবুল হক আনার, ওরা বন্ধু সংঘের সাধারণ সম্পাদক আসলাম মিয়া, বাবু, জুবায়ের, সিহাব, মিরাজ, জাহিদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।