ঝিনাইদহ অনূর্ধ্ব-১৪ দল ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা আজ

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ অনূর্ধ্ব-১৪ দল ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৪ দলের মধ্যকার খেলা আজ শুক্রবার  অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে টি-টোয়েন্টি ভিত্তিক ওই ম্যাচ অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ জেলার নুরুজ্জামান ক্রিকেট একাডেমির পরিচালক ও বিসিবি কোচ নুরুজ্জামান খেলোয়াড়দের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন। খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। ক্ষুদে ক্রিকেটারদের এ ক্রিকেট খেলা উপভোগের জন্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a comment