ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ আওয়ামী লীগে দু পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী আকামীর হোসেন হত্যা মামলায় ৭১ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আমলি আদালতের ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।
আদালতসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আকামীর হোসেন হত্যা মামলায় হাটকোর্ট থেকে জামিনে থাকা ৭৩ আসামির মধ্যে ৭১ জন আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করে। আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামের আওয়ামী লীগের নেতা পদ্মাকর ইউনিয়নে দলীয় প্রার্থী লিটু ও বিদ্রোহী প্রার্থী বিকাশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিকাশ গ্রুপের সমর্থক আওয়ামী লীগ কর্মী আকামীর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মীর আকবর হোসেন বাদী হয়ে ৯ এপ্রিল ঝিনাইদহ সদর থানায় ৭৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০ জনসহ মোট ১৩৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। এ মামলায় ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও রেজাউলসহ বিএনপির আরো নেতার নামে আসামি করা হয়।