জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গার দু যুগ পূর্বে তালাকপ্রাপ্ত প্রাক্তন স্ত্রী তার পরিবারের সদস্যরা ইন্তাজুলের জমি অপদখলের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় জমিতে থাকা দেড় শতাধিক কলা গাছ কেটে তছরূপ ও ইন্তাজুলের স্ত্রী, মেয়ে ও বোনকে পিটিয়ে আহত করেন তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ব্যাপারে ৫ জনকে আসামি করে জীবননগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কর্চ্চাডাঙ্গা গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে ইন্তাজুলের সাথে শাহাপুর গ্রামের গোলামের মেয়ে শলকী খাতুনের সাথে বিয়ে হয়। তাদের ঘরে জসিম নামে এক ছেলে রয়েছে। ২৪ বছর পূর্বে ইন্তাজুল তাকে তালাক প্রদান করে আরজিনা খাতুনকে বিয়ে করেন। দীর্ঘ দু যুগ পর শলকী খাতুন ও তার ছেলে এবং পরিবারের সদস্যদের নিয়ে গতকাল প্রাক্তন স্বামীর জমি দখল করতে যায়। এ সময় তারা জমিতে থাকা ইন্তাজুলের ১৫০টি মতো কলাগাছ কেটে তছরূপ করে। বাধা দিলে তারা ইন্তাজুলের স্ত্রী আরজিনা খাতুন, মেয়ে সুইট খাতুন ও বোন নুর জাহান খাতুনকে পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইন্তাজুল বাদী হয়ে গতকালই জসিম, ইকরামুল, ছমির উদ্দিন, মামুন ও শলকী খাতুনকে আসামি করে জীবননগর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।