চুয়াডাঙ্গায় বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবলের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রথম রাউন্ডে বালক বিভাগে অঙ্গিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগেও অঙ্গিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। গতকালের খেলাগুলো পরিচালনা করেন ওবাইদুল হক জোয়ার্দ্দার, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধূ, শহিদুল কদর জোয়ার্দ্দার, নাসির আহাদ জোয়ার্দ্দার,আজিজুল হক শীল, ইসলাম রকিব, হাফিজুর  রহমান হাপু ও সুমন জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ের এ খেলাগুলো পরিচালনায় সাবির্কভাবে সহযোগিতা করতে দায়িত্ব পালন করছেন শিক্ষক নেতা আব্দুস সালাম ও চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর একরামুল হক মুক্তা।

Leave a comment