চুয়াডাঙ্গার নতিপোতায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে নতিপোতা ও দক্ষিণ হোগলডাঙ্গা জয়ী

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে ৪ দিনব্যাপি বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খেলা কমিটির সভাপতি নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক খেলার উদ্বোধন করেন। খেলার শুরুতে নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-১ গোলে দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের সাথে ড্র করে। পরে টাইব্রেকারে নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ২-০ গোলে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলা কমিটির সভাপতি নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ভগিরথপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল গফুর, জেলা তথ্য অফিসের রইচ উদ্দিন, ইউপি সদস্য আমিরুল ইসলাম ঠাণ্ডু, ময়নুল ইসলাম, হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফায়েত হোসেন ও দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। বিজয়ী বালক দল নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ। খেলায় বালক দলের মধ্যে নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সর্বোচ্চ গোলদাতা মনজুরুল ইমাম সৌরভ ও ম্যান অব দ্য ম্যাচ তাজুয়ার হোসেন এবং বালিকা দলের মধ্যে দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া খাতুনকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় বিশেষ পুরস্কার দেয়া হয়।

Leave a comment