দর্শনা অফিস: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চিকিৎসার জন্য ভারতে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি গাড়ি বহরযোগে দর্শনা জয়নগর চেকপোস্টে পৌঁছুলে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা কাস্টমস সার্কেল রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ। চেকপোস্টের আনুষ্ঠানিকতা ও দলীয় নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। ভারতের কোলকাতায় তিনি চিকিৎসার জন্য গেছেন। তবে কবে নাগাদ দেশে ফিরবেন তা নিশ্চিত করে জানা যায়নি।