আহাদ আলী মোল্লার শ্বশুরের মৃত্যুর একদিনের ব্যবধানে মারা গেলেন শাশুড়ি নাসিমা খাতুন : একই সময়ে মৃত্যু একই স্থানে দাফন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: আহাদ আলী মোল্লার শ্বশুরের মৃত্যুর একদিনের ব্যবধানে ইন্তেকাল করেছেন শাশুড়ি নাসিমা খাতুনও (ইন্নালিল্লাহে….রাজেউন)। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় আহাদ আলী মোল্লার পুরো পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার শ্বশুর ও শাশুড়িকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আহাদ আলী মোল্লা তার শ্বশুর-শাশুড়ির জন্য দোয়া কামনা করেছেন।

দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লার শ্বশুর দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামের জহির উদ্দিন (৭০) বছরখানেক ধরে ফুঁসফুঁস জনিত সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি মারা যান। ওই দিনই বিকেল ৪টায় তার দাফন করা হয়। এ নিয়ে পরিবারে শোক চলছিলো। আহাদ আলী মোল্লার শাশুড়ি নাসিমা খাতুন ছিলেন সুস্থ। কিন্তু গতকাল বেলা ১১টা ১০ মিনিটে তিনি বাড়ির পাশের একটি বাগানে দাঁড়ানো অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর চারিদিকে ছড়িয়ে গেলে সবাই অবাক হন। স্বামীর মৃত্যুর একদিনের ব্যবধানে স্ত্রীর মৃত্যু শোকের ওপর শোক। স্বামী-স্ত্রীর মৃত্যু একদিনের ব্যবধানে হলেও দুজনই মারা গেছেন বেলা ১১টা ১০ মিনিটে। শ্বশুর জহির উদ্দিন ৭০ বছর বয়সে মারা গেলেও শাশুড়ি নাসিমা খাতুন মারা গেলেন মাত্র ৫০ বছর বয়সে। তার এই অকাল মৃত্যুতে গোটা পরিবার শোকাহত হয়ে পড়েছে। প্রয়াত শ্বশুর ও শাশুড়ির জন্য সকলের দোয়া কামনা করেছেন আহাদ আলী মোল্লা। এদিকে তার শ্বশুর-শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনসহ মাথাভাঙ্গা পরিবার। তারা মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একই সাথে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a comment