মেহেরপুর অফিস: জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিকেল ব্যবহার বন্ধ ও যৌক্তিক সময়ের মধ্যে আম সংগ্রহের লক্ষ্যে মেহেরপুরে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে জাত ভেদে সংগ্রহের যৌক্তিক সময় নির্ধারণ করেছে প্রশাসন। নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহ ও ক্ষতিকর কেমিকেল ব্যবহার করলে কঠোর ব্যবস্থার গ্রহণের হুঁশিয়ারি করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি কর্মকর্তা, আম ব্যবসায়ী, বাগান মালিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত প্রকাশ করেন।
মেহেরপুর জেলায় উৎপাদিত সু-স্বাদু আমের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কোনো প্রকার ক্ষতিকর কেমিকেল ব্যবহার না করা এবং সরকার নির্ধারিত সময়ে বাগান থেকে আম সংগ্রহের প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জাতের আম সংগ্রহের জন্য গাছে মুকুল আসা থেকে হিসেবে করে পরিপক্ক আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। আটি আম ১০ মে, বোম্বাই ২০ মে, হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ও গোপালভোগ ১০ জুন, ফজলি ২৫ জুন, আম্রপালি, মল্লিকা ও বিশ্বনাথ ১০ জুলাই থেকে সংগ্রহ শুরু হবে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ কিংবা বাজারজাত করলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কিংবা নিয়মিত মামলার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা রইচউদ্দীন, জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রসুল, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা সভাপতি রফিক-উল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আলাউদ্দিন, বাগান মালিক সামসুজ্জোহা গোরা, সাংবাদিক মাজেদুল হক মানিক প্রমুখ।