মুজিবনগরের ভিক্ষুক ও প্রতিবন্ধীদের আর্থিক অনুদান প্রদান

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির উদ্যোগে মোনাখালী ইউনিয়নে ভিক্ষুক ও প্রতিবন্ধী পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুজিবনগর অফিস হলরুমে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মুহা. মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী কামরুল আলম। বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ। ওই সময় দুজন ভিক্ষুকে এক লাখ করে দুই লাখ টাকা, ৬টি মজজিদ ও ৬টি মন্দিরে টিউবওয়েল এবং সেনেটারি ল্যাটিন। এছাড়া ৫ প্রতিবন্ধীর ব্যাংক হিসাব খুলে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Leave a comment