স্টাফ রিপোর্টার: মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করায় মেহেরপুর ও আলমডাঙ্গায় আনন্দ মিছিল হয়েছে। একই সাথে মিছিলকারীরা জামায়াতে ইসলামির হারতালকে অবৈধ দাবি করে তা প্রত্যাক্ষণের আহ্বান জানিয়েছে। গতকাল এ আনন্দ মিছিল ও হরতাল প্রত্যক্ষাণ করার আহ্বান জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতপরশু রাতে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জামায়াতের আহ্বানে আজ বৃহস্পতিবার সারাদেশে হরতাল।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা যুবলীগ ও বঙ্গবন্ধু শিশু একাডেমির উদ্যোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় ও অবৈধ হরতালের প্রতিবাদে আলমডাঙ্গায় আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে আলমডাঙ্গা উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলতায়েবা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহীন রেজা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক সদস্য সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খাসকররা ইউনিয়নরে সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার, বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি মাসুদ সালেহীন উৎপল, সম্পাদক রকিবুল ইসলাম রনি, আলমডাঙ্গা পৌর মহিলা কাউন্সিলর সামসাদ রানু। জেলা যুবলীগের সাবেক সদস্যও আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা মাহীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন যুবলীগের সম্পাদক রাজু আহমেদ, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, জিকু, ডলার, আব্দুর রশিদ, আরাফাত, আল-আমীন, রবিউল, সুমন, রেজাউল, হাসিবুল, মারফুল, টিটু, সাজেদুল, সাহাদুল, শিমুল, টাইগার, তকবুল মেম্বর, ইমাদুল, নজরুল,রিটন মোল্লা, সামসুল ইসলাম, মাহবুব, ছাত্রলীগ নেতা কাফি, মুন্না, শরিফুল, সুমন, সজীব, মারুফ, ইমরান,সাগর, নাহিদ, সুরুজ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা, দেশরত্ন শেখ হাসিনার ডাকে দেশবিরোধী সকল অপশক্তির মোকাবেলা করার জন্য যুবলীগ, ছাত্রলীগ সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহব্বান জানান।
অপরদিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে সকাল ১১টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় এবং ছাত্রলীগের টেন্টে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানিম হাসান তারেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহমুদ, কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, যুগ্মসাধারণ সম্পাদক বেজিও, জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বরকত হাসান জোয়ার্দ্দার, জেমি, কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, সবুজ, শিমুল লস্কর, থানা ছাত্রলীগের নেতা রেদওয়ান আহম্মেদ রানা, উপ প্রচার সম্পাদক আনোয়ার, ছাত্রলীগ নেতা ইসরাইল, জুয়েল, আলিফনুর, প্রান্ত, কাব্যসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে যুব লীগ। আজ বুধবার বিকেল সাড়ে ৫ টায় শহরের কাঁশারী বাজার এলাকা থেকে জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা যুব লীগের যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুব লীগ নেতা শামীম, মিজানুর রহমান জনি, সাজু সহ জেলা যুব লীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতালের ডাক দেয় সংগঠনটি। তারই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেছে জেলা যুব লীগ। মিছিল থেকে হরতাল ও জামায়াত বিরোধী শ্লোগান দেয়া হয়।