৬ দফা দাবি আদায়ে কেরুজ শ্রমিক-কর্মচারীরা রাজপথে
দর্শনা অফিস: ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেরুজ শ্রমিক-কর্মচারীরা নেমেছে রাজপথে। দর্শনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারীরা সমবেত হয় মিলের রেসন সপের সামনে। সেখান থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেল বাজারের বটতলা চত্বরে পৌঁছে দর্শনা-মুজিবনগর সড়কে মানববন্ধন করেছে। সড়কের দুধারে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ বলেন, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। যতোদিন না সরকার দাবি পূরণ না করবে ততোদিন দূর্বার আন্দোলন চলবে। চলতি কর্মসূচির মধ্যে সরকার দাবি পূরণ না করলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার মাধ্যমে দাবি পূরণ করেই ঘরে ফিরবো। তাই আসুন শ্রমিক-কর্মচারীর স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ি। বক্তব্য দেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি রেজাউল ইসলাম, ফারুক আহম্মেদ, সহসম্পাদক ইসরাইল হোসেন, জয়নাল আবেদীন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
শ্রমিক-কর্মচারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে পেশকৃত প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল ২০১৫ ঘোষণা ও বাস্তবায়ন। সংবিধানের ২৭ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী সংস্থার সদর দফতরের কর্মচারিদের সাথে সংস্থাধীন কারখানা সমূহে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান আর্থিক এবং অন্যান্য বৈষম্য নিরসনকল্পে বাস্তবায়ন করতে হবে। সংস্থাধীন কারখানা সমূহে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ক্ষেত্রেও পেনশন বা মহামান্য সুপ্রীম কোর্টের রায় অনুযায় গ্রাইচ্যুটি নির্ধারণ করতে হবে। কর্মরত নারী শ্রমিক ও কর্মচারীদের প্রসূতি ছুটি ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করতে হবে। মুক্তিযোদ্ধা শ্রমিক-কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়াতে হবে। কারখানা শ্রমিক-কর্মচারীদের সমন্বয়সহ ল্যাম্প গ্রান্ট সুবিধা দিতে হবে। পরিপত্র প্রজ্ঞাপনজারির মাধ্যমে কর্মচারীদের ন্যায় কারখানা শ্রমিকদের চলতি বছর থেকে নববর্ষের ভাতা দেয়াসহ সমন্বয় সাপেক্ষে বর্তমান আহরিত মজরির ৫০% হারে মজুরি স্কেলের বিপরিতে অগ্রীম প্রদান করতে হবে। এ দাবিতে আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।