বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর হালদারপাড়া চিত্রা নদী, ফুলবাড়ি চিত্রা নদী, মাইসুর চিত্রা নদী ও হায়দারপুর নবগঙ্গায় ১৫ লাখ টাকা ব্যায়ে ৪টি বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। এ সময় তিনি কাজের নব্বই শতাংশ সমাপ্ত কাজ দেখে শন্তোস প্রকাশ করেন। এতে করে একদিকে যেমন নদীর বহমান স্রোতধারা রক্ষা হবে পাশাপাশি মাছচাষ করে স্থানীয়রা আর্থিকভাবে লাভবান হবেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রানালয় প্রকল্পের বরাদ্ধকৃত ১৫ লাখ টাকা ব্যয়ে নেহালপুর হালদারপাড়া চিত্রা নদী, ফুলবাড়ি চিত্রা নদী, মাইসুর চিত্রা নদী ও হায়দারপুর নবগঙ্গায় প্রকল্প সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তিনি প্রকল্পের প্রায় নব্বই শতাংশ কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শন্তোস প্রকাশ করেন। কাজগুলো সমাপ্ত হলে একদিকে যেমন নদীর বহমান স্রোতধারা রক্ষা হবে পাশাপাশি মাছচাষ করে স্থানীয়রা আর্থিকভাবে লাভবান হবেন। পাশাপাশি স্থানীয়ভাবে মাছের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান হযরত আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস সিনিয়র কর্মকর্তা ফিরোজ আহম্মেদ প্রমুখ।