চুয়াডাঙ্গার মাছেরদাইড় গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান : তাড়ি বিক্রি ও তাড়ি সংরক্ষণ করার অভিযোগে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: তাড়ি বিক্রি ও তাড়ি সংরক্ষণ করার অভিযোগে চুয়াডাঙ্গা মাছেরদাইড় গ্রামের মুনজিলা নামের এক মহিলাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের মাছেরদাইড় গ্রামের আব্দুল মান্নানের বাড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়। এ সময় তার স্ত্রী মুনজিলা খতুনকে আটক করে। একই সাথে তার বাড়ি থেকে ১০ লিটার তাড়ি উদ্ধার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তাড়ি বিক্রি ও তাড়ি সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৯৯০ সালের ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান।