গাংনীতে ভবন নির্মাণ ও গাছ কাটা বন্ধের দাবি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে ব্রিটিশ সময়ে রোপণ করা বটবৃক্ষ কর্তন বন্ধ ও সেখানে ভবন নির্মাণকাজ বন্ধের দাবিতে আবেদন করেছে গ্রামবাসী। গতকাল বুধবার বিকেলে গ্রামের কিছু মানুষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করেন।

আবেদনে জানা গেছে, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির ওপর ব্রিটিশ সময়ে রোপণ করা একটি বটবৃক্ষ রয়েছে। সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করেন আড়পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মকলেছুর রহমান মকুলসহ ওয়ারিশগণ। গ্রামের মানুষের দাবি মুকুলের পিতা আব্দুল মান্নান ওই জমি বিদ্যালয়ে দান করেছিলেন। কিন্তু বর্তমানে সেখানে ভবন নির্মাণ করছেন তারা। কেটে ফেলা হতে পারে বটগাছটি। তাই গাছ কাটা বন্ধ ও ভবন নির্মাণ বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আবেদনটি গ্রহণ করে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

এ বিষয়ে মোকলেছুর রহমান মুকুল জানান, জমি তার মায়ের নামে। মায়ের মালিকানা সূত্রেই তারা সেখানে ঘর নির্মাণ করছেন। প্রতিপক্ষের লোকজন বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।