কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের ওপর মাদকব্যবসায়ীর গোলাগুলি : ফেনসিডিলসহ গ্রেফতার ১

 

দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় লাভলু (৩২) নামে এক মাদকব্যবসায়ীকে ৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। লাভলু উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের কাবুল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ফেনসিডিল পাচারের গোপন খবর পেয়ে উপজেলার বাগোয়ান গোপালপুর সড়কে অবস্থান নেয়। এ সময় মাদকব্যবসায়ী লাভলু ও তার সহযোগীদের গতিরোধ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ৩/৪ রাউন্ড গুলি ও হাত বোমা ছুড়ে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ আহত অবস্থায় লাভলুকে ৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, মাদক চোরাচালানীরা নিজেদের গুলিতেই আহত হয়েছে। তিনি আরও জানিয়েছেন পুলিশ প্রহরায় ওই মাদকব্যবসায়ীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a comment