হাসপাতালের সরকারি টিকেটে ওষুধ লিখলেন মেডিকেল রিপ্রেজেনটেটিভ

 

স্টাফ রিপোর্টার: মনিকো ফার্মার চুয়াডাঙ্গাস্থ প্রতিনিধি শাবলুর রহমান সদর আধুনিক হাসপাতালের টিকেটে ওষুধ লিখছে দেখে এক যুবক প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেছেন। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালের সরকারি টিকিট একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভের নিকট কেন? এ প্রশ্নের জবাব মেলেনি। সিভিল সার্জন বলেছেন, অভিযোগ গুরুতর। ফারিয়ার সভাপতি বলেছেন, বিষয়টি আপত্তিকর। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  সিদ্ধান্ত নেবে। অভিযুক্ত শাবলুর সরকারি টিকেটে ওষুধের নাম কেন লিখলেন সে বিষয়ে কোনো জবাব দেননি।

Leave a comment