মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মাসুদ অরুন জামিনে মুক্ত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মাসুদ অরুন জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ সময় সরকার পক্ষের কৌসুলি ছিলেন জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজি শহিদুল হক ও আসামিপক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. মারুফ আহমেদ বিজন।

এদিন সন্ধ্যার দিকে জামিনে মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক এমপি মাসুদ অরুন জেলগেট থেকে বের হলে তাকে স্বাগত জানান সদর উপজেলা বিএনপির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবাইদুর সেন্টু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিন শেষে তিনি নিম্ন আদালতের হাজির না হওয়ায় গত ১১ এপ্রিল ভোররাতে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ তাকে তার শহরের কাঁসারীপাড়াস্থ বাড়ি থেকে আটক করে আদালতে পাঠান। আদালত তাকে জেলহাজতে পাঠাবার আদেশ দেন।

Leave a comment