বিসিসিআই থেকে মনোহরের পদত্যাগ

মাথাভাঙ্গা মনিটর: আইসিসি চেয়ারম্যান পদের নির্বাচনকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর। আইসিসি চেয়ারম্যানের পদে এখন থেকে নির্বাচন হবে স্বাধীন প্রার্থীদের মধ্যে, যারা কোনো দেশের ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত নন। নির্বাচনের আগ পর্যন্ত আইসিসি চেয়ারম্যান হিসেবেও কাজ করে যেতে পারবেন না মনোহর। কারণ, এই পদে তিনি ছিলেন বিসিসিআইয়ের মনোনীত ব্যক্তি হিসেবে। বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুরের কাছে পাঠানো এক চিঠিতে মনোহর প্রেসিডেন্ট পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করার কথা জানান।

একই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে আইসিসি ও এসিসির পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানান তিনি। ঠাকুর নিশ্চিত করেন, আসন্ন আইসিসি নির্বাচনকে সামনে রেখে পদত্যাগ করেছেন মনোহর। গত ৮ মে এই নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়া শুরু হয়।  গত ফেব্রুয়ারিতে আইসিসি ঘোষণা দেয়, নতুন চেয়ারম্যান হবেন স্বাধীন, তিনি নিজ দেশের বোর্ডের কোনো পদে থাকতে পারবেন না। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর গত অক্টোবরে দ্বিতীয়বারের মতো বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন মনোহর।

Leave a comment