স্টাফ রিপোর্টার: মাগুরার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইবি ইসলামী স্ট্যাডিয়ান দাওয়া বিভাগের অধ্যাপক ড. আবদুল্লা জাহাঙ্গীর (৪৫) ও প্রাইভেটকার চালক সেন্টু মল্লিক (৪০)।
মাগুরা ফায়ার স্টেশন অফিসার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকালে ঝিনাইদাহ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থল দুইজন মারা যান। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’