দর্শনার কথিত সাংবাদিক সাইবুর গ্যাড়াকলে : থানায় অভিযোগ

জমি বিক্রির ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে উজলপুরের ফারুক গায়েব

দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: কৌশলে জমি বিক্রির টাকা হাতে নেয়ার অভিযোগ উঠেছে দর্শনার কথিত সাংবাদিক সাইবুর ও উজলপুরের ফারুকের বিরুদ্ধে। জমি রেজি. না করে দিয়ে টাকা নিয়ে চম্পট দিয়েছে ফারুক। সহযোগী সাইবুরকে আটকিয়েছে জমি ক্রেতারা। সাইবুরকে তুলে দেয়া হয়েছে থানা পুলিশের হাতে। দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর বসতিপাড়ার নূরুল ইসলামের ছেলে ফারুক হোসেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী মাঠের ৪৭ শতক জমি বিক্রির সকল ব্যবস্থা সম্পন্ন করে। ৫ লাখ টাকা মূল্যে এ জমি কেনার বন্দবস্ত করেন বাড়াদী গ্রামের মোস্তায়িত হোসেনের নাসির, ইয়াছিন ও ইলিয়াসসহ কয়েক ভাই। গতকাল মঙ্গলবার সকালে জমি রেজি. করার লক্ষ্যেই দামুড়হুদা রেজি. অফিসে যায় দু পক্ষ। ফারুকের সহযোগী হিসেবে সাথে ছিলেন দর্শনা হল্টস্টেশনপাড়ার ফরজ মল্লিক ওরফে বুড়োর ছেলে কথিত সাংবাদিক সাইবুর রহমান। অভিযোগ উঠেছে, দুপুর ২টার দিকে দলিল লেখক রফিকুল ইসলামের মাধ্যমে নগদ ৫ লাখ টাকা দেয়া হয় ফারুক ও সাইবুরের হাতে। এ সময় সাইবুর তার ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে ফারুককে কৌশলে সরিয়ে দেয়। জমি রেজি. নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফারুকের হদিস না মিললে হতাশ হয়ে পড়েন নাসিরসহ তার ভাইয়েরা। এ সময় সাইবুর সুযোগ বুঝে পালানোর চেষ্টা করলে রেজি. অফিসের লোকজনের সহয়তায় সাইবুরকে আটক করে সোপর্দ করা হয় দামুড়হুদা থানা পুলিশে। নিজেকে বহু পরিচয়ে পরিচয় দানকারী বহুল আলোচিত সাইবুর পড়েছে গ্যাড়াকলে। এ ঘটনায় নাসির উদ্দিন দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ করেছেন ফারুক ও সাইবুরের বিরুদ্ধে।

Leave a comment