ডিঙ্গেদহ প্রতিনিধি: শঙ্করচন্দ্র ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়মাঠে খেলার উদ্বোধন করেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সাংবাদিক ইলিয়াস হোসেন। উদ্বোধনী দিনে উকতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেদের টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে।
অপরদিকে জালসুকা বনাম ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে খেলা জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ১-০ গোলে এবং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নান্না।