ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

 

 

ঝিনাইদহে মহেশপুর বজরাপুরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। নিহত মজিবর রহমান খোকন বজরাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মৃত আলী কদর তরফদারের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার বাজরাপুর এলাকায় এ হত্যাকাণ্ড হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছু জমি নিয়ে বড় ভাই-মজিবর রহমান খোকন এবং ছোট ভাই আজিবর রহমান মোহনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সকালে আম বাগানের আমপাড়া নিয়ে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের দ্বন্দ বাধে এতে বড় ভাই কিছু বুঝে ওঠার আগেই ছোট ভাই মোহন বড় ভাইকে এলোপাতাড়ি পিটাতে থাকে। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

এদিকে বড় ভাই খোকনের মৃত্যুর পর ছোট ভাই টিএম আজিবর রহমান মোহন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে বড় ভাবী ঘরের দরজা বন্ধ করে দেয় এ খবর পেয়ে এলাকার শ শ মানুষ বাড়ি ঘেরাও করে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, মহন তার মায়ের কাছ থেকে জোর করে জমি লিখে নিয়েছে। কিছু দিন আগে তার বোনকে পিটিয়ে জখম করে। আর গ্রামের মানুষের সাথে তো দলের পাওয়ার দেখিয়ে মারধোর তো তার আছেই। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকার শ শ মানুষ মোহনের বাড়ি ঘেরাও করে রেখেছে। তিনি বলেন, এ সময় পুলিশ তার ঘরের ৩/৪টি দরজা ভেঙে দোতালায় গিয়ে মোহনকে বের করে আনে। উপজেলা প্রশাসন ও পুলিশকে দেখে মোহন অকথ্য ভাষায় গালিগালাজ করে। বহু চেষ্টার পর মঙ্গলবার দুপুরে তাকে আটক করে মহেশপুর থানায় নিয়ে আসা হয়।

ইউএনও জানান, গ্রামবাসী তাকে জানিয়েছেন মোহন তার বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে। ঝিনাইদহ জেলা কৃষকলীগের সহসভাপতি ও স্থানীয় এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম জানান, মজিবর রহমান খোকন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। তিনি আরও জানান, তার ছোট ভাই টিএম আজিবর রহমান মোহন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক পরিচয় দেন। কিন্তু কেন্দ্র থেকে বলা হচ্ছে টিএম আজিবর রহমান মোহন নামে এই পদে কেও নেই। তবে মোহনের ফেসবুক আইডি ‘ইঞ্জিনিয়ার মোহান’ থেকে জানা যায়, তিনি নিজেকে বাংলার মুখের অর্থ সম্পাদক, সময়ের কন্ঠস্বরের কমিউনিটি অ্যাডভাইজার ও বাংলাদেশ আওয়ামী লীগের সহসম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।

মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, খোকনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। এলাকাবাসী জানান মহনের এমন বিচার হোক যাতে সমাজে আর কোনো ভাই খুন না হয়।

Leave a comment