মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার অলিম্পিক দলে নেই পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা দলে থাকলেও নেই ব্রাজিলের রিও ডি জেনিরো অলিম্পিকে। আর এজন্য বেশ হতাশ বলে জানালেন মেসি নিজেই। আগামী ৩ থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার বিশেষ আসর। আর ৫ থেকে ২১ আগস্টে ব্রাজিলের রিও ডি জেনিরোতে হবে অলিম্পিক। দু প্রতিযোগিতাতেই জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে ছিলো মেসির। কিন্তু কোচ জেরার্ডো মার্টিনো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে শুধু কোপা আমেরিকার জন্যেই বেছে নেন। মেসি বলেন, আমি (অলিম্পিকে) যেতে চাইতাম কারণ (২০০৮) অলিম্পিকে খেলাটা চমৎকার এক অভিজ্ঞতা ছিলো, ঠিক (২০০৫) অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার মতো। ওই দুই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিলো আর্জেন্টিনা। মেসি বলেন, অলিম্পিক ভিলেজে থাকা, অন্য ক্রীড়াক্ষেত্রের ওপরের সারির সব অ্যাথলেটদের সাথে দেখা হওয়া এবং তাদের মধ্যে শুধুই আরেকজন অ্যাথলেট হওয়াটা এক দারুণ অভিজ্ঞতা; আমরা অলিম্পিক ভিলেজে খুব বেশি সময় কাটাইনি, তারপরও সেটা দারুণ অভিজ্ঞতা ছিলো।
বিশ্বকাপ আর অলিম্পিকের তুলনায় বার্সেলোনার তারকা বলেন, বিশ্বকাপ দারুণ কিন্তু অলিম্পিক বিশেষ কিছু।