আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিটিএ কমিটির উদোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের সমন্বয়ে শিক্ষার মানন্নোয়নে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন। সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনার সঞ্চনলায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাও. আহসানউল্লার। আলোচক ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজো, প্রধান শিক্ষক ফাতুরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক ফরহান উদ্দিন, সহকারী শিক্ষক ইকবাল আহম্মদ জুয়েল, ক্রীড়া শিক্ষিকা রেবেকা সুলতানা, সাংবাদিক নারায়ণ ভৌমিক, শিক্ষার্থী অভিভাবক মর্জিনা বেগম ও শিউলী খাতুন।