মহেশপুরে সাবেক স্বামীর অমানুষিক নির্যাতনে গৃহবধূ গুরুতর আহত

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার ঝিটকিপোতা গ্রামে স্বামী পরিত্যাক্তা এক অসহায় দরিদ্র মহিলাকে তার সাবেক স্বামীর অমানুষিক নির্যাতনে মহেশপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মহেশপুর থানা ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, ২০০২ সালের ৭ জুলাই মৃত মান্দার মণ্ডলের ছেলে রমজান আলীর সাথে একই ইউপির সামন্তা গ্রামের মৃত বিল্লাল হোসেনের মেয়ে মুসলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার স্বামী তাকে সব সময় অত্যাচার করতে থাকে। গৃহবধূ মুসলিমাকে তার স্বামী রমজান আলী  ইতঃপূর্বে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং তালাক দেয়। মুসলিমার ১ ছেলে ও ১ মেয়ে। ছেলেমেয়ের নামে ২ শতক জমি আছে সেই জমিতে বাড়ি করে অসহায়ভাবে তারা বসবাস করতে থাকে। কিন্তু গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে আমপাড়াকে কেন্দৃ করে সাবেক স্বামী রমজান মুসলিমার ওপর অমানুষিক নির্যাতন চালায়। শরীরের বিভিন্ন স্থানে বাঁশের লাঠি দ্বারা বেদম প্রহার করে। তার নির্যাতনে গৃহবধূর বাম হাত ভেঙে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুসলিমাকে উদ্ধার করে। তার অবস্থা গুরুতর। সে এখন মহেশপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসহায় দরিদ্র এ গৃহবধূর চিকিৎসা করার মতো কোনো সামর্থ নাই। তার মা মেয়ের চিকিৎসার জন্য সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে আর্থিক সাহায্যে জন। সে সরকারের ওপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত  মহেশপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছিলো।

 

Leave a comment