জীবননগরের সিরামপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বড় বোনের কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরের সিরামপুর গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বড় বোন রোজিনা খাতুনকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ গতকাল সোমবার বিকেলে এ কারাদণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মাহেশপুর উপজেলার নস্তিপুর গ্রামের সমসের আলীর কন্য মর্জিনা খাতুন (১৫) জীবননগর উপজেলার সিরামপুর গ্রামে বড় বোন রোজিনা খাতুনের বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে এবার আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। গতকাল দুপুরে মহেশপুর উপজেলার বাতানগাছী গ্রামের এক ছেলের সাথে মর্জিনার বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজ জীবননগর থানা পুলিশকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। এ সময় বিয়ে বাড়ির সবাই পালিয়ে গেলেও কনের বড় বোন রোজিনা খাতুনকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বড় বোন রোজিনা খাতুনকে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালতের বিচারক।

Leave a comment