গাংনীতে ইউপি নির্বাচন নিয়ে পুলিশ সাংবাদিক ও প্রশাসনের ওপর আ.লীগ নেতার ক্ষোভ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ, সাংবাদিকসহ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। গত রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের বাসভবনে ইউপি নির্বাচনের মূল্যয়ন সভায় তিনি ওই ক্ষোভ প্রকাশ করেন।

বামন্দী ইউপি আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত আমিরুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শ্রমিকনেতা হবিবুর রহমান হবি। শহিদুল ইসলাম ও খোকনের গ্রামের বাড়ি তেরাইল গ্রামে এবং শহিদুল ইসলামের শ্যালক হচ্ছেন সাহিদুজ্জামান খোকন। গত ৭ মে ইউপি নির্বাচনে ভোটগ্রহণের দিন তেরাইল গ্রামের দুই কেন্দ্র ও মহব্বতপুর কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল, জালভোট প্রদান ও প্রিসাইডিং অফিসারসহ ভোটগ্রহণ সংশ্লিষ্টদের নৌকার পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ উত্থাপন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থী ও তাদের পক্ষের নেতাকর্মী সমর্থকরা বিভিন্নভাবে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকদের কাছে অভিযোগ করছিলেন। এতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে তেরাইল ও মহব্বতপুর কেন্দ্রে যান। এ কারণে প্রশাসন ও সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন সাহিদুজ্জামান খোকন।

এদিকে রোববার রাতে ওই পর্যালোচনায় সভায় আওয়ামী লীগ নেতাকর্মী, গাংনী থানা ওসি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে পুলিশ, সাংবাদিক ও উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় বিস্মিত হন তারা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কেন তারা এমন ক্ষোভের মুখে পড়েছেন সে প্রশ্নের জবাব মেলেনি। এ নিয়ে প্রশাসন ও সাংবাদিকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য যা যা করার দরকার প্রশাসন ও সাংবাদিকরা তাই করেছেন। এতে কারো স্বার্থের আঘাত লাগলে কিছুই করার নেই। গাংনীর ইউপি নির্বাচন নিয়ে ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব শ্রেণিপেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। এ সফলতার পেছনে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো বলেও মতামত প্রকাশ করেন তিনি।

Leave a comment