কুমারখালী জামায়াতের পৌর আমিরসহ গ্রেফতার ৬ : ককটেল উদ্ধার

 

কুষ্টিয়া প্রতিনিধি: নাশকতা মামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী জামায়াতের পৌর আমির উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জামায়াত নেতা আফজাল হোসেনের বাড়ি থেকে ৫টি ককটেল জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে দুর্গাপুর রেলগেট সংলঘ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এদিকে সোমবার সকাল ১০টায় কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, নাশকতা মামলায় জামায়াতের পৌর আমিরকে ককটেলসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের কর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে জমায়েত হলে সেখান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

Leave a comment