আলমডাঙ্গায় প্রাইমারি স্কুলের বরাদ্দকৃত ম্যানেজমেন্টের টাকা আত্মসাতের অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজমেন্ট প্রোগ্রামের বরাদ্দকৃত টাকার কোনো কাজ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়াও রুটিন মেরামত ও প্রাক প্রাথমিক উপকরণ ক্রয় বাবদ বরাদ্দের টাকায় হরিলুট করা হয়েছে।

জানা গেছে, সরকার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতায় প্রত্যেক স্কুলে ৪০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে। আলমডাঙ্গায় উপজেলার ১৩৬ প্রাথমিক বিদ্যালয়েও এ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে একটি টাকার কোনো কাজ না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা করেননি। এছাড়াও রুটিন মেরামত বাবদ ১২০ স্কুলে ৫ হাজার টাকা, এবং প্রাক-প্রাথমিক উপকরণ ক্রয় বাবদ প্রত্যেক স্কুলে ৫ হাজার করে দেয়া বরাদ্দের টাকাও কোনো হদিস নেই। অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে সরকারের বরাদ্দকৃত ৬৭ লাখ ২০ হাজার টাকার কোনো কাজ না করে ভাগাভাগি করে নেয়া হয়েছে। এ ব্যাপারে শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো পর্যন্ত কাজ সম্পন্ন করা না হলেও কাজ চলমান আছে। প্রত্যেক শিক্ষককে  দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেয়া হচ্ছে। টাকা আত্মসাতের বিষয়টি তিনি অস্বীকার করেন।