রিও অলিম্পিকে খেলতে যাচ্ছেন মা-ছেলে

 

মাথাভাঙ্গা মনিটর: রিও অলিম্পিক শুরু হতে এখনো বাকি প্রায় তিন মাস, কিন্তু এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছেন এক মা ও তার ছেলে। ইতোমধ্যেই একটি অভিনব নজির গড়ে ফেলেছেন জর্জিয়ার মহিলা শ্যুটার নিনো সালুকভাদজি। সাত বারের অলিম্পিয়ান নিনোর সঙ্গী হিসেবে এবার রিও আসরে নামছেন তার ছেলে সোৎনে-ও। ফলে অলিম্পিকের ইতিহাসে এই প্রথম একসাথে প্রতিযোগী হিসেবে দেখা যাবে এক মা ও তার ছেলেকে। মায়ের মতো সোৎনেও জর্জিয়ার হয়ে শ্যুটিংয়ের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশ্য একই পরিবারের সদস্যরা আগেও অলিম্পিকের আসর মাতিয়েছেন। তবে তারা কখনও ছিলেন বাবা-ছেলে অথবা বাবা-মেয়ে।

রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, এখনও পর্যন্ত মোট ৫৬ বার একই অলিম্পিকে প্রতিযোগী হিসেবে নেমেছিলেন বাবা-ছেলে। আর বাবা-মেয়ে মিলে এমন কাণ্ড ঘটিয়েছেন মোট এক ডজন বার। পাশাপাশি, মা-মেয়ে মিলে এ রেকর্ড গড়েছেন দু বার। তবে একই অলিম্পিকে প্রতিযোগী হিসেবে কখনও পা রাখেননি মা এবং ছেলে। সিউলে অনুষ্ঠিত ১৯৮৮ অলিম্পিকে ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন নিনো। তবে সে বার তিনি অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের পতাকা হাতে মাঠে নেমেছিলেন। একই আসরে ১০ মিটার এয়ার পিস্তলে রৌপ্য পদক পেয়েছিলেন তিনি। এরপর ২০০৮-এ জর্জিয়ার হয়ে ওই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন নিনো। তবে এবারের ব্যাপারটা বোধ হয় একেবারে অন্য রকম। ইভেন্টে নামার আগেই তাই শিরোনামে নিনো-সোৎনে।