তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়ুলগাছির ঠাকুরপুরে সংষর্ষ : আহত ৮

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে পাটখড়ির গাদা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ক্যাম্প পাড়ায়  সৈয়দ আলীর ছেলে মেটা, সাহেব ও আয়ূব আলী, বাচ্চুর ছেলে সাদ্দাম, কুদ্দুসের ছেলে ইয়ানবী, ও খাদেমের ছেলে নজীর, হালিমসহ তারা রাস্তার ওপর পাটখড়ির গাদা দেয়াকে কেন্দ্র পাশের বাড়ির দীনমহাম্মদসহ তার লোকজন বাধাঁ দিলে কথাকাটির এক পর্যায়ে মেটা ও সাহেব আলীসহ তার গ্যং দেশীয় অস্ত্র দিয়ে ৮ জনকে মারাত্বকভাবে জখম করে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, রাস্তার ওপর খড়ির গাদা দেয়ার সময় দীনমহাম্মদের লোকজন বাঁধা দিলে মেটা ও সাহেব ক্ষীপ্ত হয়ে দীন মহাম্মদসহ তার পরিবারের লোকজনকে গালিগালাজ করতে থাকে। দীনম্হাম্মদের পরিবার গাল দিতে নিষেধ করলে মেটা ও সাহেব গ্যং দীনমহাম্মদকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে মেটা ও সাহেব তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে হামলা চালায় দীনমহাম্মদের পরিবারের ওপর। এতে দীনমহাম্মদের ছেলে আরিফুল (৩৬), শরিফুল ইসলাম (২৬), আশরাফুল হক (২২), ইনতাজ মণ্ডলের ছেলে নূরুল ইসলাম (৫৫), ফজলুল হক (৫০), ওমর কাজীর স্ত্রী মারুফা (৩০), এবং ফজলুল হকের ছেলে ফরিদুলকে (২০) মারাত্বকভাবে জখম করে। আহতদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গ্রামের প্রভাবশালী হওয়ায় মেটার ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না দীনমহাম্মদের পরিবার। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার নজর দেবেন বলে মনে করেছে এলাকাবাসী।