চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইমার্জেন্সিতে শিশু রোগীর চিকিৎসা দেয়ার সময় অজুহাতে অবৈধভাবে ৮শ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্চাসেবক বিদ্যুত এক শিশু রোগীর পায়ে সেলাই দেয়ার জন্য ৮শ টাকা হাতিয়ে নিয়েছেন। এরকমই অভিযোগ উঠেছে। মৌখিক এ অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মাসুদ রানা গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবককে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের উদ্যোগ নেন।

জানা গেছে, গতপরশু সন্ধ্যায় ঝড় হয়। ঝড়ে টিনের চাল পড়ে আড়াই বছরের শিশু ফাতেমা খাতুনের পায়ে ক্ষতবিক্ষত হয়। সে দামুড়হুদা চাকুলিয়ার শরিফুল ইসলামের মেয়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে সেলাই দেয়া হয়। এটা ওটা কেনার ওজুহাতে হাতিয়ে নেয়া হয় প্রায় ৮শ টাকা। শিশুর অবস্থা অশঙ্কাজনক হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেলের উদ্দেশে নেয়া হয়। এদিকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার নামে নগদ টাকা অবৈধভাবে হাতিয়ে নেয়ার বিষয়টি আরএমও জানতে পেরে গতকাল তার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, রোগীর নিকট থেকে অন্যায়ভাবে হাতিয়ে নেয়া টাকা ফেরতই শুধু দিতে হবে না, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।