অালমডাঙ্গার ৭টি ইউপির সংরক্ষিত ও সাধারণ মেম্বার পদে নির্বাচিত হলেন যারা

 

আলমডাঙ্গা ব্যুরো: গত ৭ মে অনুষ্ঠিত আলমডাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের  সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হলো

আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাইক প্রতীকে ১ হাজার ৮৮৬ ভোট পেয়ে ফরিদা খাতুন, বক প্রতীকে ২৫৯২ ভোট পেয়ে ছালেহার খাতুন ও মাইক প্রতীকে ২ হাজার ৫৫১ ভোট পেয়ে ছালিমা খাতুন।

চিৎলা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন হেলিকপ্টার প্রতীকে ১ হাজার ৭৬৫ ভোট পেয়ে রুশিয়া খাতুন, হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৫১৭ ভোট পেয়ে আরজিনা খাতুন ও বক প্রতীকে ২ হাজার ৫৮১ ভোট পেয়ে ফাতেমা খাতুন।

গাংনী ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকে ২ হাজার ৬৩৪ ভোট পেয়ে নেহিমা খাতুন, কলম প্রতীকে ১৪২১ ভোট পেয়ে আসান্নর বেগম ও হেলকপ্টার প্রতীকে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে নাসিমা বেগম।

হারদী ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাইক প্রতীকে ১ হাজার ৩৮০ ভোট পেয়ে পারভিনা খাতুন, মাইক প্রতীকে ২ হাজার ৬০৭ ভোট পেয়ে মহিলা খাতুন ও মাইক প্রতীকে ২ হাজার ৮৫৫ ভোট পেয়ে শারমিন আকতার।

খাদিমপুর  ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে বক প্রতীকে ১৬৪৩ ভোট পেয়ে রেখা খাতুন, মাইক প্রতীকে ১ হাজার ২৫৫ ভোট পেয়ে নার্গিস পারভীন ও মাইক প্রতীকে ২ হাজার ২ ভোট পেয়ে মুসলিমা খাতুন।

কুমারী ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাইক প্রতীকে ১৭৭৮ ভোট পেয়ে জেসমিন আরা, মাইক প্রতীকে ১ হাজার ৪৯১ ভোট পেয়ে ফিরোজা খাতুন ও মাইক প্রতীকে ২ হাজার ৩শ ভোট পেয়ে তহমিনা খাতুন।

ভাংবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে বই প্রতীকে ১ হাজার ৪৩৮ ভোট পেয়ে নাজেরা খাতুন, মাইক প্রতীকে ২ হাজার ৯৯৪ ভোট পেয়ে আমেনা খাতুন ও বক প্রতীকে ২ হাজার ১৮৪ ভোট পেয়ে মাজেদা খাতুন।

এছাড়া বাড়াদী ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৫৪২ ভোট পেয়ে ওবাইদুল হক, ২ নং সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ৩ নং সাধারণ ওয়ার্ডে  তালা প্রতীকে ৩৯৫ ভোট পেয়ে রেজাউল হক, ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৩৩০ ভোট পেয়ে মানিক বিশ্বাস, , ৫ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৭১১ ভোট পেয়ে গিয়াস উদ্দীন, ৬ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে ১ হাজার ২২ ভোট পেয়ে সানোয়ার হোসেন, ৭ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে ৬৪৩ ভোট পেয়ে রেজাউল হক আজমত, ৮ নং সাধারণ ওয়ার্ডে  তালা প্রতীকে ৪৬০ ভোট পেয়ে কুদ্দুস মন্ডল ও ৯ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে ৬৩০ ভোট পেয়ে শেখ আমিন উদ্দীন নির্বাচিত হয়েছেন।

চিৎলা  ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে সর্বাধিক  ৪০৫ ভোট পেয়ে শমসের আলী, ২ নং সাধারণ ওয়ার্ডে তালা প্রতীকে সর্বাধিক  ৮৭৪ ভোট পেয়ে ইনতাদুল, ৩ নং সাধারণ ওয়ার্ডে  তালা প্রতীকে সর্বাধিক  ৪৬১ ভোট পেয়ে অহিদুল ইসলাম, ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে সর্বাধিক ৪৯৪ ভোট পেয়ে নিজাম উদ্দীন,  ৫ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে সর্বাধিক ১ হাজার ৫১২ ভোট পেয়ে লিয়াকত,  ৬ নং সাধারণ ওয়ার্ডে  ফুটবল প্রতীকে সর্বাধিক ৩৬৮ ভোট পেয়ে আকরামুল হক, ৭ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে সর্বাধিক ৫৩৭ ভোট পেয়ে জহুরুল ইসলাম , ৮ নং সাধারণ ওয়ার্ডে  ফুটবল প্রতীকে সর্বাধিক  ৬৬৩ ভোট পেয়ে শুকুর আলী ও ৯ নং সাধারণ ওয়ার্ডে  বৈদ্যুতিক পাখা প্রতীকে সর্বাধিক ৪৭৬ ভোট পেয়ে আব্দুর রশিদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া গাংনী ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীকে সর্বাধিক ৮১২ ভোট পেয়ে আবু বকর সিদ্দিক, ২ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে সর্বাধিক ৭৮০ ভোট পেয়ে আতিয়ার রহমান, ৩ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে সর্বাধিক ১ হাজার ২০১ ভোট পেয়ে সেলিম রেজা, ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ফুটবল প্রতীকে সর্বাধিক ৬৬৮ ভোট পেয়ে দিদারুল ইসলাম, ৫ নং সাধারণ ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে সর্বাধিক ৪৩৬ ভোট পেয়ে মজিবুল হক, ৬ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে সর্বাধিক ৬শ ভোট পেয়ে মাসুম আলী, ৭ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে সর্বাধিক ১ হাজার ১০৬  ভোট পেয়ে সেলিম উদ্দীন , ৮ নং সাধারণ ওয়ার্ডে  ফুটবল প্রতীকে সর্বাধিক ৫৭৮ ভোট পেয়ে নজরুল ইসলামও ৯ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে সর্বাধিক ৩৭০  ভোট পেয়ে কলিম উদ্দীন নির্বাচিত হয়েছেন।

হারদী ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীকে সর্বাধিক ৮৬০ ভোট পেয়ে আবুল কালাম আজাদ, ২ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে সর্বাধিক ৮৯১ ভোট পেয়ে শেখ শাহনূর, ৩ নং সাধারণ ওয়ার্ডে  টিউবওয়েল প্রতীকে সর্বাধিক ৮৯২ ভোট পেয়ে আবু বকর সিদ্দীক, ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মোরগ  প্রতীকে সর্বাধিক ৬৯৯ ভোট পেয়ে মুন্তাজ আলী,  ৫ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে সর্বাধিক ১০৮৯ ভোট পেয়ে সিদ্দীকুর রহমান, ৬ নং সাধারণ ওয়ার্ডে  টিউবওয়েল প্রতীকে সর্বাধিক ৮৬৩ ভোট পেয়ে মুনছুর আলী, ৭ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে সর্বাধিক ৭০৪ ভোট পেয়ে আজিজুর রহমান , ৮ নং সাধারণ ওয়ার্ডে  তালা প্রতীকে সর্বাধিক  ৫৫৮ ভোট পেয়ে খায়রুল আলম ও ৯ নং সাধারণ ওয়ার্ডে  তালা প্রতীকে সর্বাধিক ৫৮৯ ভোট পেয়ে  ফরিদ উদ্দীন নির্বাচিত হয়েছেন।

খাদিমপুর ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৬৬৮ ভোট পেয়ে আব্দুর রাজ্জাক মল্লিক, ২ নং সাধারণ ওয়ার্ডে তালা প্রতীকে ৬২৪ ভোট পেয়ে কারুন বাশার, ৩ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে ৩১৫ ভোট পেয়ে আব্দুল হালিম, ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীকে ৪৩২ ভোট পেয়ে  আব্দুল্লাহ মালিথা,  ৫ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে ৫৭৭ ভোট পেয়ে শিপন আলী, ৬ নং সাধারণ ওয়ার্ডে  ফুটবল প্রতীকে ৩৩৬ ভোট পেয়ে আসাদুল ইসলাম, ৭ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৬১৬ ভোট পেয়ে ফকির চাঁদ, ৮ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৮৫৬ ভোট পেয়ে আব্দুল হান্নান ও ৯ নং সাধারণ ওয়ার্ডে তালা প্রতীকে ৮৬১ ভোট পেয়ে আবুল হোসেন নির্বাচিত হয়েছেন।

কুমারী ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে  প্রতীকে ৮০৮ ভোট পেয়ে জমশেদ আলী, ২ নং সাধারণ ওয়ার্ডে ভ্যানগাড়ি  প্রতীকে ৪৪৪ ভোট পেয়ে বায়েজীদ হোসেন, ৩ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে ৯২৯ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম, ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৪০৬  ভোট পেয়ে কামরুজ্জামান,  ৫ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে ৫২৯ ভোট পেয়ে রশিদ উদ্দীন, ৬ নং সাধারণ ওয়ার্ডে  ফুটবল প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে তকবুল হোসেন, ৭ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে মাহবুবুর রহমান , ৮ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে ৫৯৩ ভোট পেয়ে নজরুল ইসলাম ও ৯ নং সাধারণ ওয়ার্ডে তালা প্রতীকে ৫৫৬ ভোট পেয়ে দাউদ আলী নির্বাচিত হয়েছেন।

ভাংবাড়িয়া ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীকে ১ হাজার ৮০ ভোট পেয়ে আমিরুল ইসলাম, ২ নং সাধারণ ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৭৩০ ভোট পেয়ে সাহিবুল ইসলাম, ৩ নং সাধারণ ওয়ার্ডে  মোরগ প্রতীকে ৮১২ ভোট পেয়ে রিপন বিশ্বাস, ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে ইসমাইল হক,  ৫ নং সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫২০ ভোট পেয়ে জাফর আলী ৬ নং সাধারণ ওয়ার্ডে  ফুটবল প্রতীকে ১ হাজার ৮২ ভোট পেয়ে মানোয়ার হোসেন, ৭ নং সাধারণ ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৬৮৯ ভোট পেয়ে গিয়াস উদ্দীন, ৮ নং সাধারণ ওয়ার্ডে মোরগ প্রতীকে ৮৬৬ ভোট পেয়ে সুমন আলী ও ৯ নং সাধারণ ওয়ার্ডে  টিউবওয়েল প্রতীকে ৮৬৬ ভোট পেয়ে সাজেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।