স্টাফ রিপোর্টার: স্বাধীনতা কাপের শিরোপা জিতলো চট্টগ্রাম আবাহনী। গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া মরসুমের প্রথম শিরোপাই ঘরে তুললো তারা। স্বাধীনতা কাপে এবারই প্রথম শিরোপা জিতলো ঢাকার বাইরের দলটি। এর আগে গত বছর চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শিরোপাও ঘরে তুলেছিলো তারা। এদিন খেলার প্রথম থেকেই সমানতালে লড়তে থাকে দুই আবাহনী। দুই দলেরই কয়েকটা প্রচেষ্টা ব্যর্থ হলে গোলশূন্য হয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় চট্টগ্রাম আবাহনী। ফলও পেয়ে যায় ৫৫ মিনিটে। রুবেল মিয়ার পাস থেকে বল পান হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স। বল আয়ত্বে নিতে এগিয়ে এসেছিলেন ঢাকা আবাহনীর গোলরক্ষক। কিন্তু তাকে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে পোস্টের খুব কাছে পৌঁছে যান প্রিয়াক্স। নিশ্চিত গোল জেনে আয়েশি ভঙ্গিতে ডান পায়ে বল জালে ঠেলে দেন এই হাইতিয়ান। এক গোল পেয়ে উজ্জীবিত জোসেফ প্যাভলিকের শিষ্যরা আক্রমণের পর আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরকে চাপের মুখে ফেলে। এরই ধারাবাহিকতায় ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বন্দর নগরীর দলটি। সতীর্থ মিডফিল্ডার কৌশিক বড়ুয়ার পাসে বল পেয়ে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন রুবেল মিয়া। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে চট্টগ্রাম আবাহনী।