বিশ্ব টুকিটাকি : সৌদি আরবের তেলমন্ত্রী বরখাস্ত

সৌদি আরবের তেলমন্ত্রী বরখাস্ত

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে প্রভাবশালী বলে খ্যাত তেলমন্ত্রী আলী আল নাইমিকে বরখাস্ত করা হয়েছে। শনিবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জনায়। নাইমি ১৯৯৫ সালে তেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। বিশ্বজুড়ে তেলের দাম কমার প্রেক্ষাপটে তেল নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবের বের হয়ে আসার পরিকল্পনার বিরোধী বলে পরিচিত ছিলেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন সৌদি রাষ্ট্র-মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর চেয়ারম্যান খালিদ আল ফালিহ।

লন্ডন এসেম্বলি নির্বাচনে দুই বাঙালি প্রার্থীর পরাজয়

মাথাভাঙ্গা মনিটর: গ্রেটার লন্ডন অথরিটির (জিএলএ) সদস্য পদে লেবার পার্টির মনোনয়নে নির্বাচন করে হেরে গেছেন দুই বাঙালি প্রার্থী। এরা হলেন- আসনভিত্তিক সরাসরি নির্বাচনে ‘ক্রয়ডন ও সাটন’ এর প্রার্থী মেরিনা আহমদ এবং আনুপাতিক ভোটের হিসাবে সদস্য পদের প্রার্থী মুরাদ কোরেশি। এদের মধ্যে মুরাদ কোরেশি লেবার পার্টি থেকে জিএলএ সদস্য হিসাবে টানা ১২ বছর দায়িত্বে ছিলেন। ২০০৪ সালে প্রথম নির্বাচিত হয়েছিলেন তিনি।

একজন মেয়র ও ২৫ জন নির্বাচিত সদস্য নিয়ে জিএলএ’র নির্বাচিত পরিচালনা পর্ষদ তথা গ্রেটার লন্ডন এসেম্বলি গঠিত। এসেম্বলির ২৫ সদস্যের মধ্যে ১৪ জন আসনভিত্তিক নির্বাচনে সরাসরি নির্বাচিত হন। বাকি ১১ জন সব দলের প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক হিসাব অনুযায়ী নির্বাচিত হন। এবারে জিএলএ নির্বাচনে লেবার পার্টির প্রার্থীরা সরাসরি ভোটের নয়টি আসনে নির্বাচিত হন। আর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে শীর্ষ অবস্থানের তিনজন লেবার প্রার্থী সদস্য নির্বাচিত হয়েছেন। মুরাদ কোরেশির অবস্থান চতুর্থ স্থানে থাকায় তিনি এবার আর নির্বাচিত হতে পারেননি। তাই বিগত এক যুগের মধ্যে এই প্রথমবারের মতো সিটি হলে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো প্রতিনিধি নেই।

যৌন-সংবেদনশীল’ কলা খাওয়ার দৃশ্য সম্প্রচার নিষিদ্ধ করল চীন

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের রাজকীয় এই আদেশ সৌদি সরকার ব্যাপক পুনর্বিন্যস্ত করার বিস্তৃত পরিকল্পনার অংশ। যার মধ্যে রয়েছে তেলমন্ত্রণালয়ের নাম পরিবর্তন। এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। ২০১৪ সাল থেকে জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম ক্রমাগত কমছে যা তেল নির্ভর অর্থনীতির দেশগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী সৌদি আরবের জাতীয় আয়ের দুই তৃতীয়াংশই তেল বাণিজ্য থেকে আসে। যৌনাকাঙ্ক্ষা উদ্রেক করে এমন ভঙ্গিতে কলা খাওয়ার দৃশ্য ‘লাইভ’ অনলাইনে দেখানো নিষিদ্ধ করেছে চীনের বেশ কিছু ওয়েবসাইট। চীনের ‘নিউ এক্সপ্রেস’ পত্রিকাকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং একথা জানিয়েছে।শুধু ‘কলা খাওয়ার’ দৃশ্য নয়, মোজা পরা এবং এরকম আরও অসঙ্গত যৌন উত্তেজক কোন কিছুর দৃশ্য লাইভ স্ট্রিমিং করার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত এপ্রিলে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় বেশ কিছু জনপ্রিয় ‘লাইভ স্ট্রিমিং’ সাইটের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এসব সাইটে অশ্লীল এবং সহিংস ভিডিও দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছিল। চীনের সংস্কৃতি মন্ত্রণালয় মনে করছে এর ফলে সমাজের নৈতিক অবক্ষয় হতে পারে।

মিশরে আল জাজিরার দুই সাংবাদিকের ফাঁসির সুপারিশ

মাথাভাঙ্গা মনিটর: মিশরের রাষ্ট্রীয় গোপন তথ্য ও নথি কাতারের কাছে পাচারের মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার দায়ে তিন সাংবাদিকসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেছে দেশটির একটি আদালত। শনিবারই আদালতের এই সুপারিশ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘গ্রান্ড মুফতি’র কাছে পাঠানো হয়েছে। তার মতামতের ভিত্তিতে ১৮ জুন চূড়ান্ত রায় দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

দণ্ডপ্রাপ্ত তিন সাংবাদিকের দুইজন কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার। অপরজন জর্ডানের  সাংবাদিক। রায় ঘোষণার সময় এই তিন সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন না; রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন।

মামলায় এদিন মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধেও রায় দেওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়।

এর আগে অন্য তিন মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মুরসি। এর মধ্যে ২০১১ সালে কারাগারে হামলা ও হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড এবং হামাসের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

২০১১ সালে গণআন্দোলনে মিশরের সাবেক একনায়ক হোসনি মুবারকের পতনের পর নির্বাচনের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হন মুরসি।

২০১৩ সালে মুরসির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হওয়ার পর সেনাবাহিনী তাকে উৎখাত করে। এরপর তার দল মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে বিচার শুরু হয়।