‘ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে- ভালো আছেন তো?
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি মহল্লার প্রত্যেকটি ঘরে ডিএমপি পুলিশ গিয়ে দরজায় কড়া নেড়ে বলবে- আপনি ভালো আছেন তো? আপনাকে কোনো সাহায্য করতে পারি? আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘ইমপ্রুভ ইনস্টিটিউশন রেসপন্সেস টু চিলড্রেন কনফ্লিক্ট কন্টাক্ট উইথ ল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আছাদুজ্জামান বলেন, ঢাকা মহানগরীতে এ কাজটি আমি শুরু করেছি।
রাজধানীতে ভাড়ায় চলবে মোটরসাইকেল
স্টাফ রিপোর্টার: রাজধানীতে চার লাখেরও বেশি ব্যক্তিগত মোটরসাইকেল রয়েছে, যা দিয়ে প্রতিদিন চার লাখেরও বেশি যাত্রী পরিবহন করা সম্ভব। এই চিন্তা থেকেই ‘ডাটাভক্সসেল লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছে, যার নাম ‘স্যাম’ (শেয়ার আ মোটরসাইকেল)। এটি মূলত একটি অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করবে। মোটরসাইকেল ভাড়া নিতে ‘স্যাম’ ব্যবহার করা যাবে। স্যাম ব্যবহার করে যাত্রীরা মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি ও ভারতীয় প্রকৌশলী মিলে অ্যাপটি তৈরি করেছেন। গতকাল শনিবার সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই অ্যাপের নানা দিক তুলে ধরা হয়।
গুলিস্তানে এএসআই ছুরিকাহত
স্টাফ রিপোর্টার: গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে মো. আনিস নামের নবাবপুর পুলিশ ফাঁড়ির এক সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ছুরিকাহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর চোয়াল, ঘাড় আর গলায় আঘাত লেগেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আহত এএসআইয়ের শারীরিক অবস্থা পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, একটি হার্ডওয়্যারের দোকানের সামনে অকস্মাৎ ঘটনাটি ঘটেছে। হয়তো কোনো মহল পুলিশের ওপর ক্ষিপ্ত থাকায় এ ঘটনা ঘটিয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা। এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়। যেহেতু এএসআই আনিস আহত ও আসামি পলাতক, তাই ঘটনাটি ব্যক্তিগত নাকি পেশাগত, তা বলা যাচ্ছে না। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যৌন হয়রানির কথা স্বীকার করলেন আহসানউল্লাহর শিক্ষক
স্টাফ রিপোর্টার: ছাত্রীকে যৌন হয়রানির কথা স্বীকার করলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস। শনিবার ঢাকা আদালতে তিনি একথা স্বীকার করলেন। স্বীকারোক্তির পর তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দুইদিনের সময় দেয়া হয়। ফেরদৌস বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের সহকারী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়। ওই শিক্ষকের শাস্তির দাবিতে কয়েকদিন প্রতিষ্ঠানটির তেজগাঁও ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।