আলমডাঙ্গা ব্যুরো: ৪র্থ ধাপে আলমডাঙ্গার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল ৭ মে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে তারা এ বিজয় লাভ করেছেন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। দীর্ঘদিন পর মানুষ অবাধে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ পরীলক্ষিত হয়। কুমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ। হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম। ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কাউসার আহমেদ বাবলু। বাড়াদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মাসুদ পারভেজ আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। গাংনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু তাহের। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) জিল্লুর রহমান জিল্লু নির্বাচিত হয়েছেন। খাদিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল।
জানা গেছে, ভোটকেন্দ্রে নিয়ম ভেঙে এক যুবককে ঢুকতে দেয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এই ভোট কেন্দ্রের অফিসারের নাম এবিএম মমিনুর রশীদ খান। তিনি শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। মমিনুর আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি শেখপাড়া গ্রামের মনিরুল ইসলাম নামে এক যুবককে কেন্দ্রে ঢুকতে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে ভোটগ্রহণের আগে শুক্রবার রাতে মনিরুল নামে ওই যুবককে আটক করা হয় বলে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ নিশ্চিত করেন। তিনি বলেন, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সহযোগিতায় ওই যুবক ভেতরে ঢুকেছিলেন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার এবং বহিরাগতকে আটক করা হয়।
সকাল ৮টায় আলমডাঙ্গার উপজেলার হারদীসহ সাতটি ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হয়। তা চলে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং-৫’র দায়িত্বে থাকা এসআই অচিন্ত্য কুমারকে প্রত্যাহার করা হয়েছে। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ বলেন, তিনি (অচিন্ত) তার দলের অন্য পুলিশ সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এজন্য শুক্রবার রাতে তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অচিন্ত্যের পরিবর্তে স্ট্রাইকিং-৫’র দায়িত্ব দেয়া হয়েছে এসআই ওয়াহেদুজ্জামানকে।
বেসরকারি ফলাফলে জানা গেছে, কুমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৩৬১৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আব্দুল কাদের চশমা প্রতীকে পেয়েছেন ২৩৫৭ ভোট। অন্য প্রার্থীরা পেয়েছেন- জাসদ দলীয় প্রার্থী আনিসুজ্জামান জম মশাল প্রতীকে পেয়েছেন ১৫১৯, স্বতন্ত্র প্রার্থি গোলাম মহিউদ্দীন আজাদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০৩৮, বিএনপি প্রার্থী মহাসিন আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১২৯, স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা আনারস প্রতীকে পেয়েছেন ১৭৮৮। হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৯৪৫৭ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫০৯ ভোট। অন্য প্রার্থীরা পেয়েছেন- জাসদ দলীয় প্রার্থী সাহাবুল ইসলাম মশাল প্রতীকে পেয়েছেন ৮৪, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২৬৯৪। ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৭৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাউসার আহমেদ বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী সানোয়ার হোসেন লাড্ডু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯৬২ ভোট। অন্য প্রার্থীরা পেয়েছেন- স্বতন্ত্র প্রার্থী আহমেদ জালাল আনারস প্রতীকে পেয়েছেন ১৫০৬, স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান নান্নু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩০৮, হাসিবুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০৮। বাড়াদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ আনারস প্রতীকে ৩৬২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী তোবারক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬১৮ ভোট। অন্য প্রার্থীরা পেয়েছেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ২৫৭২, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬৯৬, জিয়াউর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৭০৮। গাংনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু তাহের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রকিবুল হাসান নৌকা প্রতীকে পেয়েছেন ৩২১৫ ভোট। অন্য প্রার্থীরা পেয়েছেন- স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ৩০৯৬, বিএনপি দলীয় প্রার্থী রেজাউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪০৫, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মামুন আনারস প্রতীকে পেয়েছেন ২০৬৭, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কালাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬০, জাসদ প্রার্থী শাহাদত হোসেন মশাল প্রতীকে ৪৩ ভোট পেয়েছেন। চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৫৬৪৩ ভোট পেয়ে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী আব্দুস সালাম বিপ্লব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫০৭৬ ভোট। অন্য প্রার্থীরা পেয়েছেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী তৌহিদুল ইসলাম ফকা নৌকা প্রতীকে পেয়েছেন ২০৩৬, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ১০৩৮।
খাদিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৬৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল হালিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী শাহ জালাল বিশ্বাস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬৪৩ ভোট। অন্য প্রার্থীরা পেয়েছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী জিনারুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৮২, স্বতন্ত্র প্রার্থি জহুরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৯৬, তৌহিদুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৭৭৫, স্বতন্ত্র প্রার্থী অশ্রু হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৬১ ভোট, আন্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫, আব্দুল মোমিন চশমা প্রতীকে ৪০১ ভোট, শাহিন আলী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৮ ভোট।