কোলকাতায় বাংলাদেশ দিবস উদযাপন
মাথাভাঙ্গা মনিটর: কোলকাতার ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল শুক্রবার উদযাপিত হলো বাংলাদেশ দিবস। স্কুল চত্বরে এই দিবস উপলক্ষে বাংলাদেশের পণ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়। সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। এ সময় উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল মুনমুন নাথসহ কোলকাতার বিশিষ্টজনরা। এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বাংলাদেশের নানা পণ্য। ঢাকাই জামদানি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন হস্ত ও কুটির শিল্পজাত পণ্য রয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী উদ্বোধনের পর এই স্কুলের বাংলাদেশি শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
রিজার্ভ চুরি : রিজাল ব্যাংকের প্রেসিডেন্টের পদত্যাগ
মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্তের মুখে থাকা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো তান পদত্যাগ করেছেন। ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানায়, শুক্রবার থেকেই তার পদত্যাগ কার্যকর হবে। তবে হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার পাচার করে নিয়ে যাওয়ার বিষয়ে সব ধরনের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে চুরি যাওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে এর মধ্যেই আদালতে মামলা করেছে দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল (এএমএলসি)।
হাতাহাতি করে দুই সংসদ সদস্য বহিষ্কার
মাথাভাঙ্গা মনিটর: পার্লামেন্টে হাতাহাতি করায় দুই সংসদ সদস্যকে এক সপ্তাহের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। গণমাধ্যমের খবরে জানানো হয়, গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্ট দুই সংসদ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। দুই সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ- চলতি সপ্তাহের শুরুর দিকে তারা পার্লামেন্টে হাতাহাতি করেছেন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সাময়িকভাবে বহিষ্কার হওয়া দুই সংসদ সদস্য হলেন শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের পালিথা থেওরাপ্পেরুমা ও বিরোধী দলের প্রসন্ন রানাওয়িরা। দুই সংসদ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করতে দেশটির পার্লামেন্ট একটি প্রস্তাবও পাস করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সামরিক নিরাপত্তা প্রত্যাহার নিয়ে গত মঙ্গলবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সরকার ও বিরোধী আইনপ্রণেতাদের মধ্যে তর্ক-বিতর্কের পর হাঙ্গামা বেধে যায়। এ ঘটনায় আহত এক আইনপ্রণেতাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়।
১০ নারীকে হত্যার পর দোষী সাব্যস্ত হলেন সিরিয়াল কিলার
মাথাভাঙ্গা মনিটর: দীর্ঘ ২০ বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একজন সাবেক বর্জ্য সংগ্রাহককে অবশেষে দোষী সাব্যস্ত করা হয়েছে। গ্রিম স্লিপার নামে পরিচিত ওই সিরিয়াল কিলার ১০ জন নারীকে হত্যা করেন। তার আসল নাম লোনি ডেভিড ফ্রাঙ্কলিন জুনিয়র। ওই বর্জ্য সংগ্রাহক ফ্রাঙ্কলিন ৯ জন নারী ও ১৫ বছরের এক কিশোরীকে ১৯৮৫ থেকে ২০০৭ সালের মধ্যে খুন করেন। তিনি হত্যার পর মৃতদেহগুলো বর্জ্যের সাথে মিশিয়ে ফেলতেন। আইন কর্মকর্তা জানিয়েছেন ৬৩ বছর বয়সী ফ্রাঙ্কলিন জুনিয়র অসহায় কৃষ্ণাঙ্গ তরুণীদেরকেই গুলি কিংবা শ্বাসরোধে হত্যার জন্য বেছে নিতেন। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র আদালতে দুই মাস শুনানি চলার পর ফ্রাঙ্কলিন দোষী সাব্যস্ত হন। তাকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। ১৯৮৮ সালে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগেও ফ্রাঙ্কলিন দোষী সাব্যস্ত হয়েছেন। ওই নারীকে ধর্ষণের পর গুলি করে গাড়ি থেকে ফেলে দেয়ার পরও বেঁচে যান।
সূর্য ডুবলেই পক্ষাঘাত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের কোয়েটায় একটি গ্রামের সহদোর দুই ভাই দিনের বেলা একদম স্বাভাবিক থাকলেও রাতে চলৎশক্তিহীন হয়ে পড়ছে। অদ্ভূত এ রোগের কারণে তারা পরিচিতি পেয়েছে সৌর শিশু হিসেবে। তাদের রহস্যপূর্ণ এই রোগের কোনো ব্যাখ্যা নেই চিকিৎসকদের কাছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ১৩ ও ৯ বছর বয়সী ওই দুই ভাই, শোয়েব আহমেদ ও আব্দুল রশীদ, দিনের বেলা বাকি শিশুদের মত একেবারে স্বাভাবিক কাজকর্ম করতে পারে। কিন্তু সূর্যাস্তের পর তারা চলাফেরা এমনকি কথা পর্যন্ত বলতে পারে না। কি কারণে তাদের এ অবস্থা হচ্ছে সে সম্পর্কে পাকিস্তানের চিকিৎসকদের কাছে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন পাকিস্তান ইনস্টিটিউট অবমেডিসিন সায়েন্সের (পিআইএমএস) মেডিসিন বিভাগের অধ্যাপক জাভেদ আকরাম।