কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চল্লিশপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির বেধড়ক লাঠিচার্জে অন্তত ৭ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধ ও ফসলের জমিতে ঘাসকাটা নিয়ে চল্লিশপাড়া গ্রামের শরিফুল ইসলাম কামু ও আমজাদ হোসেনের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে শরিফুল ইসলাম কামু প্রতিপক্ষকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রামকৃষ্ণপুর বিওপির বিজিবি সদস্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ করে।
এতে কারু (৪২), আলাউদ্দিন (৩০), নাহিদ (২৪), হাবিল (৩৫) ও মিনাজুলসহ (৩২) অন্তত ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলে গুরুতর অবস্থায় কারুকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবর্ষণকারীদের গ্রেফতারে এলাকায় অভিযান চালান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।