দেশের টুকিটাকি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ মে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ১০ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ মে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ১০ মে

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৫ সালের শুধু দ্বিতীয় বর্ষ অনার্স ৯ মে ২০১৬ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১০ মে মঙ্গলবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

শবেবরাত : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

স্টাফ রিপোর্টার: পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ শনিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশন গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

 

ফেনীর পরশুরামে ইউএনওকে মেরে আহত

স্টাফ রিপোর্টার: ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম রাকিব হায়দারের ওপর হামলা করেছে স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার চিতলীয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম রাকিব হায়দারকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ইউএনও’র সাথে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপনের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় তপনের কর্মীরা ইউএনও’র মাথায় আঘাত করেন।

 

হুইপ আতিকুরকে এলাকা ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে শেরপুর-১ আসনের সংসদ সদস্য সরকার দলীয় হুইপ আতিকুর রহমান আতিককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুরে এ নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান। ইসির উপ-সচিব ফরহাদ আহমেদ খান বলেন, ইউপি নির্বাচনে শনিবারের ভোট সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আতিককে এ নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই সংসদ সদস্যের কাছে পাঠানো হয়েছে। এর আগে নির্বাচনী অনিয়মের কারণে বৃহস্পতিবার শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। শেরপুর সদরে আজ শনিবার চতুর্থ ধাপের ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে সারাদেশে মোট ৭০৬টি ইউপির ভোটগ্রহণ হবে।

 

সুন্দরবনে বন্দুকযুদ্ধে সন্দেহজনক বনদস্যু নিহত

স্টাফ রিপোর্টার: পূর্ব সুন্দরবনে ৱ্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহজনক এক বনদস্যু নিহত হয়েছে। শুক্রবার ভোরে চাঁদপাই রেঞ্জের মৃগমারী খালে এই বন্দুকযুদ্ধ হয় বলে ৱ্যাব জানায়। ৱাবের দাবি, নিহত ব্যক্তির নাম আলম খান (৪২)। তিনি বনদস্যু আলম বাহিনীর প্রধান। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। ৱ্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, মৃগমারী খালে বনদস্যু আলম বাহিনীর সদস্যরা অবস্থান করছে বলে জানা যায়। ৱ্যাব-৮ এর একটি টহলদল ভোরে সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা ৱ্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় ৱ্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় জেলেরা লাশটি শনাক্ত করে।