ঝিনাইদহের কালীগঞ্জে ফারইস্ট কোল্ডস্টোরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা

 

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে ফারইস্ট কোল্ডস্টোর বিদুতের শট সার্কিটের আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগুনে কোল্ডস্টোরের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানালেও থানা পুলিশ আগুনের ঘটনাটি কিছুই জানেনা বলে জানান। উপজেলার খয়েরতলায় অবস্থিত কোল্ডস্টোরটির অভ্যান্তরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোল্ড স্টোরের হিসাব বিভাগের কর্মকর্তা আনিচুর রহমান জানান, গতকাল  রাতে বিদুতের সট সার্কিটে কোল্ডস্টোর অভ্যান্তরে আগুনের সুত্রপাত হয়। পোড়া গন্ধ পেয়ে তারা ঘুম ভাঙে। উঠে দেখতে পায় স্টোরের ভেন্টিলেটর দিয়ে ধোয়া বের হচ্ছে। তাৎক্ষণিক কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করলে ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ৫ তলা সমান ৪৫শ ফুট ওয়ালের ৬ ইঞ্চি ইনশুলেশন ও প্লাস্টার পুড়ে ক্ষতিসাধন হয়েছে বলে কোল্ডস্টোরের কর্মকর্তারা জানান।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মতিয়ার রহমান জানান, কোল্ডস্টোরে আগুনের খবর পেয়ে সাড়ে ৫ টার দিকে তারা ঘটনাস্থলে পৌছে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪/৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আগুনের ঘটনাটি তিনি কিছুই জানেন না।